স্বামীর সেবা করতে পদত্যাগ বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীর

২২ এপ্রিল ২০২২

ভালোবাসার জন্য কত কিছুই না করতে পারে। কখনও কখনও জীবনও উৎসর্গ করে মানুষ। যুগে যুগে এমন অসংখ্য ত্যাগের নজির রয়েছে। এবার স্বামীর সেবা করার জন্য বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস পদত্যাগের ঘোষণা করলেন। দেশটির উপ-প্রধানমন্ত্রীও সোফি।

 

সোফির স্বামী মস্তিস্কের ক্যান্সারে আক্রান্ত। ফলে তার সেবা করা জরুরি। রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে তাই স্বামীর সেবায় মন দিলেন এ নারী। খবর ওয়াশিংটন পোস্টের।

 

পদত্যাগের ঘোষণা বিবৃতি দিয়ে সোফি বলেছেন, ‌এ কঠিন কষ্ট আমার পরিবারের পাশাপাশি সরকারে আমার ভূমিকায় প্রভাব ফেলবে। যে কারণে আমি সরকারি দায়িত্ব থেকে সাময়িক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

 

২০১৯ ও ২০২০ সালের মধ্যবর্তী সময়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সোফি। প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর