মন্তব্য
গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেনের জনজীবন। রাশিয়ার এ অভিযানের বিরোধিতা করে আসছে ইউরোপিয়ন দেশগুলো। একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে তারা।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা বৈধ নয় বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো তাদের নিজেদের জনগণকে ধোঁকা দিচ্ছে এবং রাশিয়া শান্তভাবে তার নিজের সমস্যার সমাধান করবে।
পুতিন আরো বলেন, রুশ তেল আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তার সরকার বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা মেনে চলবে।
সূত্র : বিবিসি