ভারতকে প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস জনসন বলেছেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বেশ কিছু বোঝাপড়া হয়েছে। ভারতের নকশা অনুযায়ী যুদ্ধবিমান তৈরিতে যুক্তরাজ্য প্রযুক্তি সরবরাহ করবে। এ ছাড়া ভারত মহাসাগরকে সুরক্ষিত রাখতে ভারতের যে ধরনের প্রযুক্তি দরকার, যুক্তরাজ্য তা মেটাবে।
নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে বরিস এ সব কথা বলেন।
জনসন বলেন, প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র হবে সর্বব্যাপী। জল, স্থল, আকাশ, অন্তরিক্ষ ও সাইবার ক্ষেত্রের যাবতীয় বিপদ একযোগে প্রতিরোধে দুই দেশ একসাথে কাজ করবে। দুই দেশের বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্রসম্ভার তৈরিতেও সহযোগিতা বাড়ানো হবে।
বৈঠকের পর মোদিকে পাশে রেখে বরিস সাংবাদিকদের বলেন, এ বছর দীপাবলির আগেই দুই দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি সেরে ফেলার জন্য তিনি সরকারি কর্তাদের নির্দেশ দিয়েছেন। দু’দেশ ইতোমধ্যে বেশ কিছু পণ্যের শুল্ক হ্রাস করেছে। এ চুক্তি হয়ে গেলে দুই দেশের বাণিজ্য ২০৩০ সালের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে। দুই দেশ একে অপরের সঙ্গে স্বাস্থ্য পরিসেবায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনেও আগ্রহী।
আরআই