যুদ্ধ থামাতে পুতিনের সাথে দেখা করবেন জাতিসংঘ মহাসচিব

২৩ এপ্রিল ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে আগামী মঙ্গলবার মস্কো সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করবেন তিনি। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

এতে আরো বলা হয়, গুতেরেসের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র এরি কানেকো। এ সফরে ইউক্রেন যুদ্ধ থামাতে করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দেশটির অনেকগুলো শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। রুশ সেনাদের অভিযানে অসংখ্য বেসামরিক লোক মারা গেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। বেসামরিক ছাড়াও উভয় দেশের অনেক সেনা সদস্যও মারা গেছেন এ যুদ্ধে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বার বার আলোচনা হলেও কোনো লাভ হয়নি।

 

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে এগিয়ে এলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দু’দেশের মধ্যে সংলাপে গুরুত্ব দিচ্ছেন। রাশিয়ার সামরিক অভিযান জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের এমন মন্তব্যের পর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি পুতিন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর