শুরু থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো। শুধু বিরোধিতা করছে তাই নয়, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনের পাশে আছে আমেরিকা। রাশিয়াকে চাপে ফেলতে একের পর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে দেশটি। তাছাড়া ইতোমধ্যে ইউক্রেনকে বিশাল অংকের সামরিক সহায়তা পাঠিয়েছে আমেরিকা।
এবার ইউক্রেনকে আরও ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের দনবাসে নতুন করে রাশিয়ার হামলা শুরুর পর এ ঘোষণা দিলেন তিনি। খবর আল জাজিরার।
এ সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি ইউক্রেনের জন্য সরাসরি ৫০ কোটি ডলার অর্থ সাহায্য ঘোষণাও করেছেন বাইডেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো বন্দরে রুশ জাহাজ ভেড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি।
বাইডেন বলেন, ‘ইউক্রেনের পূর্বাঞ্চলে ও দনবাসে দেশটির বাহিনী যাতে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করতে পারে সেজন্য আমি ৮০ কোটি ডলারের সাহায্য ঘোষণা করছি।’ এর মধ্যে অস্ত্র-গোলাবারুদ, আধুনিক ড্রোন থাকবে। ইউক্রেনে দ্রুততম সময়ের মধ্যে এসব সামরিক সরঞ্জাম ও অস্ত্র পৌঁছাবে।
আরআই