২৬ করোনা রোগী শনাক্ত

২৩ এপ্রিল ২০২২

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২৬ জন  শনাক্ত হয়েছে।  এ সময়ে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩১৫ জন। শনিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর ।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শূন্য দশমিক ৫৫ শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। নমুনা সংগৃহীত হয়েছে ৪ হাজার ৬৯৪টি, পরীক্ষা হয়েছে ৪ হাজার ৭০৮টি।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৫৩২ জন। এর মধ্যে ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু  হয়েছে। ১৮ লাখ ৯৩ হাজার ৯৫ জন  সুস্থ হয়ে উঠলেন। শনাক্তের হার ১৩ দশমিক ৯৯। নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ৫৬টি।

এমকে


মন্তব্য
জেলার খবর