ঈদের আগেই, ২৬ এপ্রিল দেশের ৩২ হাজার ৯০৪টি গৃহ ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন। সেমিপাকা ঘর—এসব পরিবারকে ঈদ আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করবে। জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এ ঘর নির্মাণ করা হয়েছে। এ ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার পাবে এ ঘর। এ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে এক লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর দেওয়া হয়েছে। দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা বসতঘর সঙ্গে রান্নাঘর ও টয়লেট দেওয়া হয়েছে তাদের।
এমকে