ভিন্ন দিকে দৃষ্টি নিতে ব্যবসায়ী-ছাত্র সংঘর্ষ: বিএনপি

২৩ এপ্রিল ২০২২

রাজধানী ঢাকার নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে উদ্দেশ্যমুলক বলে চিহ্নিত করেছে বিএনপি। দলটি মনে করেছে, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সব ক্ষেত্রে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনগণ যখন বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন জনদৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে এ ঘটনা ঘটিয়েছে সরকার। আর এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে আগের মতোই মামলার বেড়াজালে তাদের নেতাকর্মীদের বন্দী করার চক্রান্ত করছে সরকার। শনিবার (২৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শুক্রবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ বিজ্ঞপ্তি দেয় বিএনপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা দুদিন দফায় দফায় এ সংঘর্ষে দুই জন নিহত ও সাংবাদিকসহ অনেকে আহত হয়েছে। এ ঘটনায় বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ। দুইজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিএনপি। একই সঙ্গে আহত সাংবাদিক ও অন্যান্য ব্যক্তির আশু সুস্থতা কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনা প্রমাণ করেছে— দেশে আইন-শৃংখলা পরিস্থিতি কতটা নাজুক। পুলিশের উপস্থিতিতে হামলা, পাল্টা হামলা ও অস্ত্র-শস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা হেলমেট পরে পিটিয়ে মানুষ মারছে। অথচ এ ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা—জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে। এ ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার না করে বিএনপি নেতা মকবুলকে গ্রেফতার  করা হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনর ২৪ জন নেতার নাম উল্লেখ করে প্রায় ১২শ অজ্ঞাতনামার  বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপি মনে করে, অবৈধ এ  সরকার পুনরায় তাদের পুরনো খেলায় মেতে উঠেছে। সংঘর্ষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে যখন জনগণ দায়ী করছে, তখন রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ বিএনপি নেতা মকবুলকে গ্রেফতার ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর