পাথর-বালুর অবৈধ উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে বলল কমিটি

১৩ জানুয়ারী ২০২২

দেশে বর্তমানে সিলেট, সুনামগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম ও পঞ্চগড়ে নুড়ি পাথর, চুনা পাথর, সিলিকা বালু- এসব খনিজ সম্পদের একটা অংশ অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে। আর এভাবে উত্তোলনের সময় পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবৈধভাবে উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে বলেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে দেশে খনিজ সম্পদের মজুদ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

ওয়াসিকা আয়শা খান জানান, এসব জায়গা পাহারা দিয়ে রাখার মতো জনবল মন্ত্রণালয়ের  নেই। এ জন্য স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে এসব সম্পদের অবৈধ উত্তোলন ঠেকাতে ব্যবস্থা নিতে বলেছে কমিটি।

খনিজ সম্পদের মজুদ সম্পর্কে বৈঠকে জানানো হয়, এসব এলাকায় দুই হাজার মেট্রিক টনের মতো নুড়ি পাথর ও তিন হাজার মেট্রিক টনের মতো সিলিকা বালু আছে। এসব ইজারা দিয়ে সরকার রাজস্ব আদায় করছে। জয়পুরহাট ও নওগাঁয় চুনা পাথরের সম্ভাব্য মজুদের পরিমাণ ৩৭০ মেট্রিক টন। চট্টগ্রামের পটিয়া এবং শেরপুর জেলার বালিঝুড়িতে সিলিকা বালুর সন্ধান পাওয়া গেছে। বড়পুকুরিয়া ও মধ্যপাড়ায় ভূগর্ভস্থ সিলিকা বালুর মজুদ রয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর