মন্তব্য
রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে থার্মোবারিক রকেট বা ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ অস্ত্র বেআইনি নয়, তবে এর ব্যবহারের ক্ষেত্রে কড়া আন্তর্জাতিক আইন রয়েছে। এর আগে আফগানিস্তান ও ভিয়েতনামে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ অস্ত্র ব্যবহার করেছে।
থার্মোবারিক অস্ত্র অগ্নিকাণ্ড সৃষ্টি করে কারণ এটা বাতাস থেকে অক্সিজেন শুষে নেয়। যার ফলে এ অস্ত্র আরো বেশি মারাত্মক।
এ ছাড়াও লন্ডনে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারণা করছে যে রাশিয়া ইউক্রেনে সেই একই ভাড়াটে সৈন্যদের ব্যবহার করছে যাদের বিরুদ্ধে সিরিয়া, লিবিয়া ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল।
সূত্র : বিবিসি