এবারের ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি রিকশা, ইজিবাইক ও অটোরিকশা (তিন চাকার যান) চলাচল বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি গণপরিবহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে এ রোববার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এবারের ঈদে মহাসড়কে এসব যান নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। কারণ সড়কে নামা এসব যান প্রায় ৫০ শতাংশ বাড়িয়েছে যানজট। পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বর্তমানে ৩৫ লাখের বেশি মোটরসাইকেল ও ৪০ লাখের কাছাকাছি ইজিবাইক রাস্তায় চলছে। ঈদে আন্তঃজেলায় রাইড শেয়ারিং পন্থায় মোটরসাইকেলে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ ট্রিপ হতে পারে। মহাসড়কেও থাকতে পারে ২০-২৫ লাখ মোটরসাইকেল। তাছাড়া ঈদযাত্রী বহনে ১৫ লাখের বেশি ইজিবাইক, রিকশা, অটোরিকশা বিভিন্ন জাতীয় মহাসড়কে নেমে আসতে পারে। বিভিন্ন মহাসড়কে সার্ভিস লেইন না থাকায় এসব ছোট যানবাহন দূরপাল্লার বাস ও প্রাইভেটকারের গতি কমিয়ে দিতে পারে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে, রাস্তার মোড় ও বাস স্টপেজগুলোতে যানজট তৈরি করার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
এমকে