লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না

২৪ এপ্রিল ২০২২

এবার ঈদযাত্রায় লঞ্চে অনুমোদিত সংখ্যার চেয়ে অধিক যাত্রী নেওয়া যাবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, প্রয়োজনে যাত্রীর চাপ সামাল দিতে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে। তবে সময় মতোই ছেড়ে যাবে লঞ্চ। রোববার (২৪ এপ্রিল) রাজধানী ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন।

লঞ্চ পরিচালনা সংশ্লিষ্টদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ঈদ সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কালবৈশাখী ঝড় এলে লঞ্চকে নিরাপদ স্থানে চলে আসতে হবে। ঝুঁকি নিয়ে লঞ্চে না উঠতে যাত্রীদের প্রতি আহবান জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন,  ঝুঁকি নেওয়ার চেয়ে জীবন অনেক মূল্যবান। তিনি জানান,  ঈদ ঘিরে দুষ্ট চক্র সক্রিয় আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহবান জানান তিনি।

এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার পরিচালক মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর