দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ার কারণে বাজারে চাপ বাড়ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেছেন, এ আয় বাড়ছে বলেই বাজার থেকে কিনে খেতে পারছে মানুষ। জাতীয় উন্নয়নের জোয়ার হচ্ছে। রোববার (২৪ এপ্রিল) রাজধানী ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর মিলনায়তনে এক সংলাপে এসব কথা বলেন।
দেশের মানুষের বর্তমানে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।
বৈরী আবহাওয়ায় কৃষিজ উৎপাদন: অস্থিতিশীল বৈশ্বিক কৃষি পণ্যের বাণিজ্য শীর্ষক এ সংলাপ পরিকল্পনামন্ত্রী জানান, বাঁধ নির্মাণের ফলে হাওরাঞ্চলে বোরোর ফলন বেড়েছে। বাঁধগুলো সাময়িকভাবে দেওয়া হয়। কৃষির ওপর বাঁধের ইম্প্যাক্ট আছে। কৃষিখাতে বরাদ্দ বাড়ানোর কথাও বলেন তিনি। এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
এমকে