সমালোচনা করলেই বানোয়াট মামলা দেওয়া হয়: খন্দকার মোশাররফ

২৪ এপ্রিল ২০২২

আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রমনা নয় বলে দাবি করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, আওয়ামী লীগ সরকারের সমালোচনা তারা সহ্য করতে পারে না। তাই বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করা হয়। রোববার (২৪ এপ্রিল) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিষয়টি জানান। সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে এ সভা হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেন  বলেন, মানুষের ভোটের অধিকার নেই- এটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন নেই। বিগত তিনটি সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচনগুলোতে দেখা গেছে— জনগণ ভোট দিতে পারে না। বর্তমান সরকার আসলে গণতান্ত্রিক সরকার না।  তিনি জানান, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। ইভিএমে নয়, জনগণকে নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে দিতে হবে।  আর সেই প্রতিনিধি দেশ পরিচালনা করলে বর্তমানের অন্যায়-অপরাধ থেকে দেশকে উদ্ধার করা সম্ভব হবে। আলোচনা সভায় সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ সভাপতিত্ব করেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর