সংসদ নির্বাচনে কারো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র

২৪ এপ্রিল ২০২২

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পাবে- এটাই তাদের চাওয়া। রোববার (২৪ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) এক সেমিনারে এমনটাই জানিয়েছেন  ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে এ সেমিনার হয়।

পিটার হাস বলেন, সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনে জনগণের  ‍সুযোগ থাকা উচিত। অর্থনীতিতে উন্নয়ন এবং ভূ-রাজনৈতিক অবস্থানের জন্য বিশ্বে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের গুরুত্ব। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্বমূলক সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে, যোগ করেন মি. হাস।

বিআইআইএসএস এর চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন উপস্থিত ছিলেন। বক্তব্য দেন- সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম,  হুমায়ুন কবীর, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন ও বিআইআইএসএস এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান প্রমুখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর