রাশিয়া-ইউক্রেনে বৈঠক, গুরুত্বপূর্ণ সূচনা বলল তুরস্ক

১১ মার্চ ২০২২

তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে শান্তি আলোচনার পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলু এ বৈঠকটিকে গুরুত্বপূর্ণ সূচনা বলে উল্লেখ করেছেন। তুরস্কের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘মাত্র একটি বৈঠক থেকে অলৌকিক কিছু আশা করা ঠিক নয়।’

 

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এ প্রথম দুটো দেশের মধ্যে এতো উচ্চ পর্যায়ের কোনো বৈঠক অনুষ্ঠিত হলো।

 

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক অসুবিধা সত্ত্বেও, আমি বলবো একটি ভালো বৈঠক হয়েছে। আমরা মানবিক করিডোর খোলা রাখার ওপর জোর দিয়েছিলাম।’

 

এই যুদ্ধে তুরস্ক নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চেষ্টা করছে। কারণ দুটো দেশের সঙ্গেই তাদের কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

 

সূত্র : বিবিসি


মন্তব্য
জেলার খবর