রোববার (২৪ এপ্রিল) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই)। আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন।
বাজার তথ্য বলছে, প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০ দশমিক ৮৭ পয়েন্ট। এ উত্থানে ৬৭ শতাংশ অবদান ছিল মৌলভিত্তির পাঁচ কোম্পানির। কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওয়ালটন হাই-টেক, বেক্সিমকো লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
সবচেয়ে বেশি অবদান ছিল গ্রামীণফোন লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে শূন্য দশমিক ৯৯ শতাংশ। এর প্রভাবে ডিএসইএক্স বেড়েছে ৪ দশমিক ৬৫ পয়েন্ট। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ দশমিক ২১ শতাংশ। এর কারণে ডিএসইএক্স ৪ দশমিক ০৬ পয়েন্ট বৃদ্ধি পায়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শূন্য দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বাড়ার ফলে ডিএসইএক্স বেড়েছে ২ দশমিক ৬১ পয়েন্ট। ডিএসইএক্স বৃদ্ধিতে ১ দশমিক ৪১ পয়েন্ট অবদান রাখে বেক্সিমকো লিমিটেড, শেয়ারদর বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ। আর ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ০৬ শতাংশ। এর প্রভাবে ডিএসইএক্স বেড়েছে ১ দশমিক ২২ পয়েন্ট।
এমকে