৫ কোম্পানির প্রভাবে সূচকের উত্থান

২৫ এপ্রিল ২০২২

রোববার (২৪ এপ্রিল) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই)।  আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন।

বাজার তথ্য বলছে, প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০ দশমিক ৮৭ পয়েন্ট। এ উত্থানে ৬৭ শতাংশ অবদান ছিল মৌলভিত্তির পাঁচ কোম্পানির। কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওয়ালটন হাই-টেক, বেক্সিমকো লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

সবচেয়ে বেশি অবদান ছিল গ্রামীণফোন লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে শূন্য দশমিক ৯৯ শতাংশ। এর প্রভাবে ডিএসইএক্স বেড়েছে ৪ দশমিক ৬৫ পয়েন্ট।  ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ দশমিক ২১ শতাংশ। এর কারণে ডিএসইএক্স ৪ দশমিক ০৬ পয়েন্ট বৃদ্ধি পায়।  ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শূন্য দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বাড়ার ফলে ডিএসইএক্স বেড়েছে ২ দশমিক ৬১ পয়েন্ট। ডিএসইএক্স বৃদ্ধিতে ১ দশমিক ৪১ পয়েন্ট অবদান রাখে বেক্সিমকো লিমিটেড, শেয়ারদর বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ। আর ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ০৬ শতাংশ। এর প্রভাবে ডিএসইএক্স বেড়েছে ১ দশমিক ২২ পয়েন্ট।

এমকে


মন্তব্য
জেলার খবর