ইউক্রেন রাশিয়াকে পরাজিত করবে : যুক্তরাষ্ট্র

২৫ এপ্রিল ২০২২

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এর বিরোধিতা করে আসছে আমেরিকা-যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। শুধু তাই নয় রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেনে অস্ত্র সহযোগিতা পাঠিয়েছে। আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এ অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।

 

নিজেদের ভূখণ্ড সুরক্ষিত রাখতে আপ্রাণ প্রতিরোধ চালাচ্ছে ইউক্রেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিতবে বলে মনে করে তারা। রবিবার বিবিসিকে এ কথা বলেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস।

 

রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সস্কি বলেছেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের কিয়েভ সফর আশা করছেন।

 

এ ব্যাপারে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। কিন্তু মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে বিবিসির সাথে কথা বলছেন।

 

প্রাইস বলেছেন, ‘তিনি আত্মবিশ্বাসী যে জেলনসস্কি যুদ্ধে জয়লাভ করবেন।’

 

তিনি বলেন, ‘এটি ইউক্রেনের জন্য একটি বিজয় হতে যাচ্ছে; এটি রাশিয়ার জন্য একটি কৌশলগত পরাজয় হতে যাচ্ছে।’

 

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা যথেষ্ট ভারী অস্ত্র সরবরাহ করছে কিনা জানতে চাইলে প্রাইস বলেন, ‘আমাদের ইউক্রেনীয় অংশীদারদের এ রাশিয়ান আগ্রাসন বন্ধে যা করতে হবে আমরা তার প্রয়োজনীয় সব পাঠিয়েছি।’

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর