যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৮ মে, ২০২২।
যে যে পদে আবেদন করা যাবে:
১. গ্রন্থাগারিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
২. সহকারী টেকনিক্যাল অফিসার
পদসংখ্যা: ১১
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/স্নাতক ডিগ্রি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৩. অডিটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: অ্যাকাউন্টিং/ম্যানেজমেন্ট/ফাইন্যান্স/ব্যাংকিং/মার্কেটিং বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/সমমান ডিগ্রি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যেভাবে আবেদন করতে হবে:
আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই সেট আবেদনপত্র পাঠাতে হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
আবেদন ফি
আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুকূলে ১ নম্বর পদের জন্য ১১০০ টাকা, ২ নম্বর পদের জন্য ৯০০ টাকা এবং অন্য পদগুলোর জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিয়ে রশিদ সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮।
আরআই