শনাক্ত ২৭, মৃত্যু নেই

২৫ এপ্রিল ২০২২

সোমবার (২৫ এপ্রিল)  সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে  ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। পাশপাশি করোনা থেকে সুস্থ হয়েছেন  ২৯৯ জন। সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।  

অধিদফতরটির হিসাবে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪৩। নমুনা সংগৃহীত হয়েছে ৬ হাজার ৩৪৮টি আর পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৫১টি।

 স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ১৯৫টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৯৮।

এমকে

 


মন্তব্য
জেলার খবর