আগেই নিবন্ধন করলেও বয়স ৬৫ পার হয়ে গেলে কোনো নাগরিক হজে যেতে পারবেন না এ বছর। তাছাড়া অন্যান্য বছরের মতো এ বছর অতো সময়ও পাওয়া যাবে না, পাওয়া যাবে মাত্র ৩৪ দিন। সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এক আলোচনা সভায় বিষয়টি জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে এ সভা হয়।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, অন্যান্য বছরে হজের প্রক্রিয়া শেষ করতে ৪-৬ মাস সময় পাওয়া যেতো। এবারে এ অল্প সময়ে এ কর্মযজ্ঞ আল্লাহ তায়ালা যদি পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন, এছাড়া কোনো উপায় নেই। এ অল্প সময়ে প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুক্র ও শনিবারও অফিস খোলা রেখে কাজ করা হচ্ছে।
প্রসঙ্গত, করোনার কারণে গত দুই বছরে কোনো হজযাত্রী সৌদি আরবে যেতে পারেনি। দুই বছর বিরতির পর করোনার সংক্রমণের কমে আসায় এ বছর বিশ্বের মোট ১০ লাখ মুসল্লি হজ করার সুযোগ পাবেন বলে সম্প্রতি জানিয়েছে সৌদি সরকার।
এমকে