যুক্তরাষ্ট্র জীবাণু অস্ত্র তৈরি করছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

১১ মার্চ ২০২২

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়ার নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়ে কেউই আমাদের কথা শোনে না।

 

তিনি দাবি করেন, পূর্ব ইউক্রেনে সম্প্রতি যেসব এলাকা মুক্ত করা হয়েছে, সেসব এলাকায় কিছু নতুন তথ্য পাওয়া গেছে। যা থেকে বোঝা যায় যে এসব এলাকার ওপর হামলার ব্যাপারে কয়েক মাস ধরেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, জীবাণু অস্ত্র তৈরির জন্য পেন্টাগন ইউক্রেনকে ব্যবহার করছে। তবে যুক্তরাষ্ট্র এধরনের অভিযোগকে উদ্ভট বলে উল্লেখ করেছে।

 

লাভরভ বলেন, হোয়াইট হাউজের এ অস্বীকৃতিতে বিস্মিত হওয়ার কিছু নেই এবং ইউরোপিয়ন ইউনিয়ন ও জাতিসংঘ বলেছে এরকম কিছু হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্যপ্রমাণ নেই কারণ গভীর গোপনীয়তার সঙ্গেই আমেরিকা এসব অস্ত্র তৈরি করছে।

 

সূত্র : বিবিসি


মন্তব্য
জেলার খবর