এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে করোনা রোগের সংক্রমণ আবারো বাড়ছে। তাই এখন থেকে সতর্ক না হলে বাংলাদেশেও এ সংক্রমণ বাড়তে পারে। এমন শঙ্কার কথা বলছে খোদ কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি। পাশাপাশি আগাম সতর্কতা হিসেবে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সবাইকে করোনা নিয়ন্ত্রণে সতর্কাবস্থানে থাকার সুপারিশ করেছে। রোববার (২৪ এপ্রিল) রাতে কমিটির বৈঠকে শঙ্কা প্রকাশসহ সুপারিশের সিদ্ধান্ত হয়। আর সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৫ এপ্রিল) বিষয়টি জানিয়েছে কমিটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে করোনার সংক্রমণ নিম্নমুখী। কিন্তু পার্শ্ববর্তী দেশসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, যা উদ্বেগজনক। তাই দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সব ক্ষেত্রে শতভাগ ও সঠিকভাবে মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের সুপারিশ করেন কমিটির সদস্যরা। সেইসঙ্গে এ সংক্রান্ত জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বাড়ানোর সুপারিশও করেন তারা।
এমকে