জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার রাশিয়ার

২৬ এপ্রিল ২০২২

বার্লিনের ‘অবন্ধুসুলভ সিদ্ধান্তের’ পাল্টা ব্যবস্থা হিসেবে ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানানো হয়েছে।

 

মন্ত্রণালয়টি জানিয়েছে, জার্মান রাষ্ট্রদূতকে তলব করে তার হাতে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী রাশিয়ার সিদ্ধান্তের একটা চিঠি দেওয়া হয়েছে।

 

ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করে জার্মানি, তার পাল্টা জবাব হিসেবেই মস্কো এমন সিদ্ধান্ত নিল।

 

এর আগে ৪ এপ্রিল জার্মানি রাশিয়ার ৪০ কূটনীতিককে বহিষ্কার করেছিল। সে সময় এ ঘটনাকে মস্কো অগ্রহণযোগ্য বলে আখ্যা দেয়।


মন্তব্য
জেলার খবর