মন্তব্য
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। যে সাতজন রুশ অলিগার্কের সম্পত্তি জব্দ করা হয়েছে, রোমান আব্রামোভিচ তাদের অন্যতম।
অনলাইনে পোস্ট করা যুক্তরাজ্যের কোষাগারের এক নথিতে উঠে আসে যে, আব্রামোভিচ একজন ‘ক্রেমলিন পন্থী অলিগার্ক’, যার সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
তবে পুতিন অথবা ক্রেমলিনের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক থাকার অভিযোগ এর আগে অস্বীকার করেছেন আব্রামোভিচ।
সূত্র : বিবিসি