মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত করেছেন দেশটির সামরিক আদালত। সোমবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
সু চির বিরুদ্ধে করা ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি স্বর্ণ ঘুষ গ্রহণের মামলার সোমবার রায় দেওয়ার দেওয়ার কথা ছিল। এ মামলায় দোষী সাব্যস্ত হলে অং সান সু চির ১৫ বছর কারাদণ্ড হবে।
সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেন, ‘আজ কোনো রায় হচ্ছে না।’ কবে নাগাদ রায় ঘোষণা হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে। এগুলোর মধ্যে আছে দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘন। এসব অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৫০ বছরের কারাদণ্ড হতে পারে।
ইতোমধ্যে ২টি মামলায় সু চির ৬ বছরের কারাদণ্ড হয়েছে। বাকি মামলার বিচারিক কার্যক্রম দীর্ঘদিন ধরে চলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে সু চির সক্রিয় রাজনীতিতে শিগগির ফিরে আসার সম্ভাবনা নেই।