জয়ায় মুগ্ধ জমজম

২৬ এপ্রিল ২০২২

দীর্ঘ সময় ধরে অভিনয় করছেন জয়া আহসান। ঢাকাই সিনেমার পাশাপাশি কোলকাতায়ও বেশ জনপ্রিয় তিনি। অভিনয়ের স্বীকৃতি স্বরুপ অসংখ্য পুরস্কার ঝুলিতে ভরেছেন তিনি। সম্প্রতি ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের সিনেমায় কাজ করেছেন। সিনেমাটির প্রধান চরিত্রে ছিলেন জয়া।

 

জয়ার অভিনয়ে দারুণভাবে মুগ্ধ হয়েছেন জমজম। তিনি বলেন, ‘জয়া আহসানের সঙ্গে কাজ করে মনে হয়েছে ইরানের কোনো সুপারস্টারের সঙ্গে কাজ করছি। তাদের চেয়ে উনার দক্ষতা কোনো অংশে কম নয়, অনেক ক্ষেত্রেই জয়া আরও অনবদ্য। তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। প্রতিটি দৃশ্য তিনি নিখুঁতভাবে অভিনয় করেছেন। দারুণভাবে সবকিছু সামলে নিয়েছেন। এক কথায় আমি মুগ্ধ।’

 

মুর্তজার কথাগুলো বাংলায় অনুবাদ করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদ।

 

জয়ার অভিনীত এ সিনেমাটির নাম  ‘ফেরেশতে’। এটি মূলত ইরানি সিনেমা। তবে নির্মিত হয়েছে বাংলা ভাষায়। ডাবিং করে ইরানেও মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এ সিনেমায় জয়া আহসান ছাড়াও আছেন রিকিতা শিমু ফারুকসহ অনেকে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর