ঝোঁক ছিল বিমা খাতে

২৬ এপ্রিল ২০২২

সোমবার (২৫ এপ্রিল) ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূচক পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণ কমেছে। কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর। এদিনে বিনিয়োগকারীদের ঝোঁক ছিল বিমা খাতের কোম্পানির শেয়ারে, লেনদেনের প্রায় ১১ শতাংশই ছিল এ খাতে।

বাজার তথ্য বলছে, সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ১৬ দশমিক ৩২ পয়েন্ট কমে ৬ হাজার ৬৬৬.৯১ পয়েন্টে, শরিয়াহ্ সূচক ৬ দশমিক ৯০ পয়েন্ট কমে এক হাজার ৪৫৪ দশমিক ৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৫৫ পয়েন্ট কমে দুই হাজার ৪৭৬ দশমিক ৫৭ পয়েন্টে স্থির হয়। আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ৩০২ কোটি ৮৩ লাখ টাকা,  লেনদেন হয়েছে ৫৯৩ কোটি এক লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির মধ্য দর বেড়েছে ১১৩টির, কমেছে ২২২টির এবং বাকি ৪৩টির অপরিবর্তিত থাকে। এদিন বিনিয়োগকারীদের ঝোঁক থাকায় লেনদেনে অংশ নেওয়া বিমা খাতের ৫১ কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৪২ টির, কমেছে ৯টির আর বাকি দুটির অপরিবর্তিত ছিল।

এমকে


মন্তব্য
জেলার খবর