মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন । এ সময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৬৪ জন। মঙ্গলবার (২৬ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ২০টি, পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ২৬টি। শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ ।
অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জনের। এর মধ্যে মোট মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ২২১টি। শনাক্তের হার ১৩ দশমিক ৯৭।
এমকে