আরও কয়েকদিন থাকতে পারে তাপপ্রবাহ

২৬ এপ্রিল ২০২২

দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে তাপপ্রবাহ। এতে হাসফাঁস করছে মানুষসহ সব প্রাণীকূল। সিলেট ও ময়মনসিংহ ছাড়া তাপপ্রবাহ বয়ে যাওয়া এলাকায় এমন পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হওয়ার সম্ভাবনা থাকলেও কমবে না ভ্যাপসা গরমের অনুভূতি। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে রাজশাহী ও ঈশ্বরদিতে, ৪১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া  বিভাগীর শহরের মধ্যে ঢাকায় ৩৬, ময়মনসিংহ ৩৪, চট্টগ্রামে ৩৩ দশমিক ৭, সিলেটে ৩৩ দশমিক ৫, রংপুরে ৩৪ দশমিক ৮, খুলনায় ৩৯ দশমিক ৩ এবং বরিশালে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এমকে


মন্তব্য
জেলার খবর