বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানির তারিখ পেছানো হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৩ জুন। খালেদা জিয়ার আইনজীবির আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ-২ এর বিচারক এএইচএম রুহুল ইমরান এ দিন ধার্য করেন। ২৬ এপ্রিল দিন ধার্য ছিল অভিযোগ গঠনের।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এজাহার থেকে জানা যায়, এ কয়লাখনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে মামলাটি হয় ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি। শাহবাগ থানায় করা এ মামলায় ওই বছরের ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এমকে