সব ইউপি ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল হবে

২৬ এপ্রিল ২০২২

দেশের সব ইউনিয়ন পরিষদ ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন হবে। একইসঙ্গে স্থাপন হবে সংশ্লিষ্ট ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সংবলিত বিলবোর্ড। সরকারের নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি পাঠিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের চিঠির আলোকে সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি ডিসিদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর