মন্তব্য
২৪ ঘন্টার জন্য যুদ্ধ বিরতির প্রস্তাব করেছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা। রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভের সাথে বৈঠকের পর তিনি এ প্রস্তা করেন।
কুলেবা বলেছেন, এ মুহুর্তে দু’টি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। একটি হলো মারিউপোলে মানবিক করিডোর স্থাপন করা এবং চব্বিশ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর করা।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ক্রেমলিনে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে তার বার্তা পৌঁছে দেবেন, যেন মারিউপোলে মানবিক করিডোর স্থাপনের জন্য কাজ শুরু করা হয়।
তিনি আরো বলেন, এ যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব নয় যদি রাশিয়ার যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্য না থাকে।
সূত্র : বিবিসি