ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ বার্তা দিতে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান। সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৮ এপ্রিল ঢাকায় আসার কথা রয়েছে তার। বিশেষ বার্তাটি প্রসঙ্গ বলেন, ভারতীয় পত্রপত্রিকা বলছে- তিনি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসছেন। এর আগে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু, এবার হয়তো তারিখসহ আমন্ত্রণ দেওয়া হবে।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সম্ভাব্য আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য বিষয়ক বিভিন্ন অমীমাংসিত বিষয়সহ সব বিষয়ে আলোচনা হবে।
এমকে