মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে। দর বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের।
বাজার তথ্য বলছে, তিন সূচকের মধ্যে দু’টি ডিএসইএক্স ১০ দশমিক ৬৫ ও ডিএসইএস ১ দশমিক ৭৬ পয়েন্ট বাড়লেও অপরটি ডিএস৩০ সূচক ২ দশমিক ২৪ পয়েন্ট কমেছে। ডিএসইএক্স ছয় হাজার ৬৭৭ দশমিক ৫৬, ডিএসইএস এক হাজার ৪৫৬ দশমিক ৪০ আর ডিএস৩০ সূচক দুই হাজার ৪৭৪ দশমিক ৩২ পয়েন্টে স্থির হয়। লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৬০টির এবং বাকি ৫৮টির অপরিবর্তিত ছিল। লেনদেন বেড়েছে ১৭৩ কোটি ৭৩ লাখ টাকা, লেনদেন হয় ৭৬৬ কোটি ৭৪ লাখ ৬৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ১ লাখ ৬৩ টাকা।
মঙ্গলবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র গেছে। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, লেনদেন হয় ৫২ কোটি ৬ লাখ টাকার শেয়ার।
এমকে