তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, প্রকৃতপক্ষে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি আছে, একে ছোট করে দেখা যাবে না। সম্প্রতি রুশ বার্তা সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের অর্থ ন্যাটো জোট এক অর্থে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। যুদ্ধ অর্থ যুদ্ধই। পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়ার সঙ্গে এক অর্থে যুদ্ধে লিপ্ত। তারা ছায়াযুদ্ধ করে যাচ্ছে এবং অস্ত্র জুগিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছে। রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনে দফায় দফায় অস্ত্র পাঠাচ্ছে। কিন্তু সংঘাত আরও বাড়বে এমন আশঙ্কা থেকে পারমাণবিক শক্তিধর রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না পশ্চিমা দেশগুলো।
এরই পরিপেক্ষিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই মঙ্গলবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উভয়পক্ষকে শান্ত এবং বিরত থাকার আহ্বান জানিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ৩য় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ুক এটা কেউ চায় না।
আরআই