পোল্যাণ্ড-বুলগেরিায় গ্যাস সরবারহ বন্ধ করল রাশিয়া

২৭ এপ্রিল ২০২২

বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবারহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। দেশটির সবচেয়ে বড় জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রোম এ তথ্য জানিয়েছে। মূলত গ্যাসের মূল্য রাশিয়ান মুদ্রা রুবেলে পরিশোধ করতে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত রাশিয়ার।

 

বুলগেরিয়া ও পোল্যান্ডকে আগেই গ্যাস বিছিন্ন করার নোটিশ দিয়েছিল রাশিয়া

 

আগে থেকেই ‘অবন্ধুসুলভ’ দেশগুলো রাশিয়ার গ্যাস বা তেল কিনলে তার দাম রুবলে পরিশোধ করতে হবে বলে জানিয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হলো।

 

বুধবার সকালেই বুলগেরিয়া ও পোল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর