মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টা সঙ্গে তুলনা করলে শনাক্ত বেড়েছে এ সময়ে। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ১৯ জন। তবে আগের ২৪ ঘণ্টার মতোই গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি। বরং করোনা আক্রান্ত ৩৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন। বুধবার (২৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে চার হাজার ৮৮৮টি, পরীক্ষা হয়েছে চার হাজার ৯৩১টি। শনাক্তের হার শূন্য দশমিক ৪৭। অধিদফতরটির হিসাবে, এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৯৪ হাজার ৪৫৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৭৮ হাজার ১৫২টি। শনাক্তের হার ১৩ দশমিক ৯৭।
এমকে