নববধুর লাশ উদ্ধার, স্বামী আটক

২৭ এপ্রিল ২০২২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে বিয়ের মীম খাতুন (১৯) নামের এক নববধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা তার স্বামী শাকিল আহম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকালে গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মীম একই ইউনিয়নের কাফুড়া পূর্বপাড়া গ্রামের মজনু প্রামানিকের মেয়ে। শাকিল রণবীরবালা গ্রামের রবিউল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, প্রায় ১০মাস আগে মীমের সঙ্গে শাকিলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই নবদম্পতির মাঝে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত ২৬ এপ্রিল রাতে ঈদের জন্য টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তবে মেয়ের পরিবারের দাবি, মীমের গোপনাঙ্গে শাকিল আঘাত করায় তার মৃত্যু হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মীমের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর