ইউক্রেনে রুশট্যাঙ্কের হামলা ঠেকাতে ব্যবহার করা হচ্ছে হেজহগ। এ নামটি শুনলেই সজারুর মতো দেখতে ছোট প্রাণীটির ছবি ভেসে ওঠে। নাম এক হলেও এ হেজহগ কিন্তু সেই ছোট্ট প্রাণীটি নয়। বড় বড় লোহার বিম কেটে সেগুলিকে জুড়ে তৈরি করা হয় এ গার্ডরেল। এ গার্ডরেল ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলিতে রুশট্যাঙ্কের গতি প্রায় অবরুদ্ধ করে দিতে সাহায্য করেছে।
রাশিয়ার বিরুদ্ধে এ ‘অস্ত্র’ ইউক্রেনীয় সেনা ও নাগরিকরা ব্যবহার করলেও হেজহগের জন্মস্থান সাবেক চেকোস্লোভাকিয়ায়। এগুলিকে ‘অ্যান্টি-ট্যাঙ্ক অবস্ট্যাকল ডিফেন্স’ বলা হয়। হালকা ও মাঝারি মাপের ট্যাঙ্কের গতি রুদ্ধ করতে এ হেজহগের দেওয়াল যথেষ্ট কার্যকরী হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কোনও গাড়ি বা ট্যাঙ্ক এ লৌহনির্মিত দেওয়ালের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করলে আটকে যাবে। এমনকি ক্ষতিগ্রস্তও হবে।
সংবাদ সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া যে দিন ইউক্রেনে সামরিক হামলা চালায়, পশ্চিম ইউক্রেনের লুভিউভ শহরে এক দল লোক ইউটিউব দেখে এ হেজহগ বানানো শুরু করেন। আশপাশ থেকে যত লোহা-লক্কর পেলেন, তা দিয়েই একের পর এক হেজহগ বানানো শুরু করলেন। সেই সাথে নেটমাধ্যমে ছড়িয়ে দেন যে, হামলাকারী রুশট্যাঙ্ককে আটকাতে এ অস্ত্র অত্যন্ত উপযোগী। সকলকে পরামর্শ দিলেন যত দ্রুত সম্ভব এ হেজহগ বানিয়ে রুশ সেনাট্যাঙ্কের গতিরোধ করতে। এক একটি হেজহগের ওজন ১০০ কেজি।