ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার!

২৭ এপ্রিল ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে ফাঁস লাগানো অবস্থায় নাঈম (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) ভোর ৬টার দিকে কুতুবা ইউনিয়নের কুতুবা গ্রাম থেকে লাশটি উদ্ধার উদ্ধার করা হয়। নিজেদের ঘরের চালের রুপার সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছে বলে দাবি তার স্বজনদের। নাঈম ওই গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রির্পোট এলে জানা যাবে- এটি আত্মহত্যা, না-কি হত্যা।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর