দেশকে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

২৭ এপ্রিল ২০২২

সরকার পরিকল্পিতভাবেই একদিকে দেশের ইতিহাস বিকৃতি, আরেকদিকে অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে পরনির্ভরশীল করে তুলছে। পাশাপাশি রাজনীতিকে পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে গিয়ে, মূল গণতান্ত্রিক চিন্তা-চেতনা থেকে সরিয়ে দিয়ে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে দেশকে। বুধবার (২৭ এপ্রিল) এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে  এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন। শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের প্রেক্ষাপটে শেরেবাংলার প্রাসঙ্গিকতা শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে শেরেবাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রকৃতপক্ষে জনগণের, রাজনীতির এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। ঢাকা কলেজ এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাদের অ্যারেস্ট করে, তাদের নামে মামলা দিয়ে তিনদিনের রিমান্ডে পাঠানো হলো। অথচ প্রত্যেকটি মিডিয়ায় দেখা গেলো এর জন্য দায়ী ছাত্রলীগ। আবার কলাবাগানে বাচ্চাদের খেলার মাঠ দখল করে থানা বানাচ্ছে। এ রকম অসংখ্য ঘটনা ঘটাচ্ছে। আজ দেশের মানুষের নিরাপত্তা তো দূরের কথা, কী করে তাদের আরও হয়রানি করা যায় সেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলকে পুরোপুরি ধ্বংস করা হচ্ছে, যোগ করেন মির্জা ফখরুল। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আখতারুল আলম ফারুক।

এমকে


মন্তব্য
জেলার খবর