কাতার ও মরক্কো থেকে ৬০ হাজার টন ইউরিয়া ও টিএসপি সার আমদানি করবে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৪৯৯ কোটি ৮১ লাখ ৯৫ হাজার টাকা। বুধবার (২৭ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
অতিরিক্ত সচিব জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে কাতারের মুনতাজা থেকে ১৫তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার (অপশনাল) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে মরক্কোর ওসিপি, এসএ থেকে ৩০ হাজার টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। কাতার থেকে আমদানিতে ২৪০ কোটি ৪২ লাখ ২৭ হাজার ৩৭৫ টাকা ও মরক্কো থেকে আমদানিতে ব্যয় ধরা হয়েছে ২৫৯ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার টাকা।
এমকে