বিলুপ্ত পরিষদে বিদায়ী চেয়ারম্যানই প্রশাসক

২৮ এপ্রিল ২০২২

দেশের বিলুপ্ত জেলা পরিষদে সদ্য বিদায়ী চেয়ারম্যানকে প্রশাসক হিসেবে নিযোগ দেওয়া হয়েছে। সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত তিনিই জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনা করবেন। বুধবার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে গত সপ্তাহে দেশের ৬১ জেলায় মেয়াদ পাওয়ার হওয়ায় জেলা পরিষদকে বিলুপ্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। একই সঙ্গে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনায় সংশ্লিষ্ট পরিষদের প্রধান বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও)  দায়িত্ব দেওয়া হয়। পরিষদ গঠনের আগ পর্যন্ত পরিষদ পরিচালনায় সরকার যোগ্য কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে প্রশাসক নিযুক্ত করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এদিকে পরবর্তী পরিষদ গঠন না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না-জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বুধবার (২৭ এপ্রিল) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

স্থানীয় সরকার বিভাগের বুধবারের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা  ৮২ অনুযায়ী প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত একই আইনের ধারা ৭৫-এর ক্ষমতাবলে বিদায়ী চেয়ারম্যানকে প্রশাসক হিসেবে দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করা  হলো।

ওদিকে গত সপ্তাহে (১৭ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক পরিষদের কার্যাবলি পরিচালনা করবেন। তার মেয়াদ একের অধিকবার বা ১৮০ দিনের বেশি হবে না। আর প্রশাসকে নিয়োগের আগ পর্যন্ত  প্রধান বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয় জেলা পরিষদ আইন-২০০০-এর ৭৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে।

এ প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের  সদস্য মো. বাবুল মিয়া রিটটি করেন। রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জেলা পরিষদ শাখার উপ-সচিবকে বিবাদি করা হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর