সিরিয়ায় ইসরায়েলি হামলা, নিহত ৯

২৮ এপ্রিল ২০২২

সিরিয়ায় ইসরাইলি হামলায় সিরীয় সেনা সদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী দামেস্কের কাছে এ হামলা চালানো হয়। ওয়ার মনিটরের বরাত দিয়ে খবর আল জাজিরার।

 

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের উত্তর-পূর্ব অঞ্চলের তিবেরিয়াস এলাকা থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর অধিকাংশ সিরিয়ার সেনাবাহিনী আকাশে ধ্বংস করেছে। তবে এ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল এখনও কোনো বিবৃতি প্রকাশ করেনি।

 

এর আগে সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা বলেছে, বুধবার ভোরের দিকে ইসরায়েলি শত্রুরা বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত এবং স্থাপনার ক্ষয়ক্ষতির হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর