ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবারহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এরই মধ্যে পোল্যান্ড ও বুলগেরিয়ার গ্যাস সরবারহ বন্ধ করেছে দেশটি। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত নতুন ব্যবস্থা না মানলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে। খবর বিবিসির।
মঙ্গলবার পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এই ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ এনেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলেছে, রাশিয়া প্রাকৃতিক গ্যাসকে ‘ব্ল্যাকমেইল’ করার অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
ক্রেমলিন মুখপাত্র ইইউ’র এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী। পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের কারণ হিসেবে বলেছেন, তারা রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ করতে সম্মত হয়নি। রাশিয়া এ নতুন নিয়ম জারি করেছে কারণ কিছু ‘অবন্ধুসুলভ’ দেশের নিষেধাজ্ঞার কারণে।
ক্রেমলিন মুখপাত্র বলেন, ‘এমন নিয়মের প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে তার কারণ আপনারা জানেন। আমাদের রিজার্ভের উল্লেখযোগ্য পরিমাণ আটকে দেওয়া হচ্ছে বা অন্য কথায় চুরি করা হয়েছে। তাই ব্ল্যাকমেইলের কোনো প্রশ্ন নেই।’
আরআই