রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘বর্তমানে ইউক্রেনে যা ঘটছে সে বিষয়ে কেউ যদি হস্তক্ষেপ করতে চায়, তাহলে তাদের জেনে রাখা উচিত যে রাশিয়ার জবাব হবে খুবই দ্রুত। আমাদের সবধরনের অস্ত্র রয়েছে, যা পশ্চিমারা এখনো অর্জন করতে পারেনি। তবে আমরা আমাদের অস্ত্র নিয়ে অহংকার করব না। সবাইকে জানিয়ে রাখতে চাই আমরা এগুলো ব্যবহার করব যদি প্রয়োজন পড়ে।’
বুধবার আইন প্রনেতাদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে পুতিন এসব কথা বলেন। খবর আল জাজিরার।
রুবলে মূল্য পরিশোধ না করায় সম্প্রতি ইউরোপের দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। কোনো দেশ যদি রুবলে মূল্য পরিশোধ না করে, তাহলে গ্যাস সরবারহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
রাশিয়ার এমন সিদ্ধান্তকে সাভাবিকভাবে নিচ্ছে না ইউরোপিয় দেশগুলো। পোল্যান্ড অভিযোগ করেছে এমন সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়া ইউরোপের দেশগুলোকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে।
ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন মনে করেন, পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস বন্ধ করে দেওয়া ব্ল্যাকমেলের একটি ধরন। তবে গ্যাস নিয়ে ‘ব্ল্যাকমেল’-এর অভিযোগ নাকচ করে দিয়েছে মস্কো।
আরআই