মন্তব্য
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে ২টি গাঁজা গাছসহ এক গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ ৷ বুধবার (২৭ এপ্রিল) বড় সন্ন্যাসী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক গাঁজা চাষীর নাম মিরাজ হাওলাদার (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরাজ হাওলাদারের বাড়িতে অভিযান চালান ৷ এ সময় মিরাজের দেওয়া তথ্যানুযায়ী তার বাড়ির টবে লাগানো দুইটি গাঁজা গাছ উদ্ধার করা হয় ৷ গাছ দুইটির একটির উচ্চতা ৩৫ ইঞ্চি ও অপরটির ২৫ ইঞ্চি ৷ রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ৷
অমিত পাল/এমকে