বৃষ্টি হতে পারে কিছু এলাকায়

২৮ এপ্রিল ২০২২

দেশের ৫ বিভাগের কিছু কিছু এলাকাসহ কয়েক জেলার দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহ বয়ে যাওয়া এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে বৃহস্পতিবার (২৮ এপ্রিল)  এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিভাগ হিসাবে সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা আর জেলা হিসাবে  কুষ্টিয়া, যশোর, কুমিল্লা, গাজীপুর ও নরসিংদীর কথা বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে রাজশাহীতে, ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় ৩৫ দশমিক ৪, ময়মনসিংহ ৩২ দশমিক ৫, চট্টগ্রামে ৩৩ দশমিক ৩, সিলেটে ৩৩ দশমিক ৪, রংপুরে ৩১ দশমিক ২, খুলনায় ৩৭ এবং বরিশালে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে জানানো হয়েছে— ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে।

 

 


মন্তব্য
জেলার খবর