সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

১১ মার্চ ২০২২

বৃহস্পতিবার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনের উত্থান হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর।  অন্যদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধরণের চিত্র দেখা গেছে।

ডিএসইর সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৩৮ দশমিক ১২, ডিএসইএস  ৫ দশমিক ৯৩, ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫০ পয়েন্ট বৃদ্ধি পায়। লেনদেন শেষে ডিএসইএক্স ৬ হাজার ৬৬৮ দশমিক ১৪, ডিএসইএস এক হাজার ৪৩৫ দশমিক ৪০ ও ডিএস৩০ সূচক দুই হাজার ৪২৫ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করে। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৮৮ কোটি ১৯ লাখ টাকা, লেনদেন হয় এক হাজার ৬১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭৩ কোটি ১ লাখ টাকার।

বুধবার লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৪৭টির  এবং বাকি ৩৯টির অপরিবর্তিত ছিল। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, ৪৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।  আর ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে বিডিকম অনলাইন লিমিটেড।

অন্যদিকে সিএসইর সূচক দুটির মধ্যে সিএসসিএক্স ৯৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৩৭ দশমিক ১৫ পয়েন্টে এবং সিএএসপিআই ১৬১ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৬১ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করে। ২৮৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৭১টির এবং ৩৮টির দর অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৪৫ লাখ টাকার।

এমকে


মন্তব্য
জেলার খবর